নিজস্ব প্রতিনিধিঃ যশোর উপজেলার দেয়াড়া ইউনিয়নের অন্তর্গত আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আরিচপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ-APL এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুনসুর আলী।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, ইউপি সদস্য ইউনূস আলী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান দিপু, শীতল প্রবীণ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান গোবিন্দ কুমার দত্ত, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা আলাউদ্দিন, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সহ সকল দলের টিম ম্যানেজার ও অধিনায়কগণ।।
উক্ত টুর্নামেন্ট ১২ই ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত চলবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দল হচ্ছে আব্দুল্লাহ ক্রিকেট একাদশ, রোজ – অলিদ ক্রিকেট একাদশ, নুসরাত ক্রিকেট একাদশ , ভাই-ভাই ক্রিকেট একাদশ , দিশা ক্রিকেট একাদশ , তাসিন এন্ড তাসমিয়া ক্রিকেট একাদশ , সোনার বাংলা ক্রিকেট একাদশ , টিম এসবিএস ফ্রেন্ডস ক্রিকেট একাদশ।