ক্যাম্পাস প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের JU Solidarity & সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human Aid-ICCHA/ ইচ্ছা’র যৌথ উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০২০ গাইবান্ধার ফুলছুড়িতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
JU Solidarity : Jahangirnagar University Ex-students’ and their friends’ unity এর
আকবর উদ্দিন আহমেদ মিলন (জাবি ৯ম ব্যাচ, সরকার ও রাজনীতি) বলেন, পুরো আগস্ট ও সেপ্টেম্বর মাস বন্যায় ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতায় JU Solidarity ও ICCHA এর যৌথ উদ্যোগে উত্তরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অনুযায়ী গাইবান্ধার ফুলছড়িতে উন্নতমানের ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। আমরা আরো আশান্বিত ও ভবিষ্যতেও এমনি কর্মসূচী চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ইচ্ছা’র সহ সভাপতি এস এন সোহেল রানা (ইতিহাস ৪৫ ব্যাচ) বলেন, বাংলাদেশের অসংখ্য মানুষ শীতে কষ্ট করছে। আমরা গাইবান্ধা জেলায় শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি। আমি আপনি যার যার সামর্থ্য অনুযায়ী যদি এগিয়ে আসি তাহলে এইসব শীতার্ত মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও দূর হবে ।
ইচ্ছা’র যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধার টিম লিডার তানজিনা সিনথি (সিএলসি ৪৮ ব্যাচ বলেন), প্রথমেই ধন্যবাদ জানাই ইচ্ছা এবং JU Solidarity এর প্রতি।আপনাদের অসাধারণ উদ্যোগে এই বিজয়ের মাসে কিছু শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দিতে পেরে অনেক আত্মতৃপ্তি পাচ্ছি যেমনটা হয়ত আপনারাও পাচ্ছেন।আপনাদেরকে ছাড়া (জাবিয়ান) এটা কখনোই সম্ভব হতো না।জয় হোক মানবতার,জয় হোক জাবিয়ান ভালবাসার।
৩৯ তম আবর্তনের সাবেক শিক্ষার্থী মোশারফ মুক্ত বলেন, সাম্প্রতিককালে আমরা করোনাভাইরাসের কারণে যে ক্রান্তিকাল অতিক্রম করছি তার মধ্যেও যাঁরা আর্থিক সহায়তা করে যাচ্ছেন তাঁদের প্রতি অফুরান ভালবাসা ও শ্রদ্ধা।ধন্যবাদ JU Solidarity & ICCHA কে এবং তহবিল সংগ্রহের কাজে যুক্ত সংশ্লিষ্ট সকলকে।আপনাদের ভালবাসায় উত্তর জনপদের শীতার্ত,অসহায় ও দরিদ্র মানুষ অভিভূত।আপনাদের ভালবাসা ও সহযোগিতায় আমরা আগামীর মানবিক বিশ্ব গড়ে তুলতে চাই।
কম্বল পাওয়া ফুলমতি বেগমের অনুভূতি,
শীত আসলে হামার ঘরে অনেক কষ্ট হয়।শীতের কাপড় পাইনা বাবা।তোমরা কম্বল দিয়ে হামার ম্যালা উপকার কললেন।আল্লাহ তোমার ঘরে ভাল করুক দোয়া করি।
ইছারন বেগমের অনুভূতি,
তোমরা যারা ম্যালা কষ্ট করি হামাক কম্বল গুলা দিলেন তোমার জন্য হামরা মন থাকি দোয়া করি।আল্লাহ তোমার ঘরোক আরো দান করার তৌফিক দেক।
উল্লেখ্য, ইচ্ছা ২০১৮ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়া, ২০২০ সালে দিনাজপুরের খানসামায় শীতবস্ত্র বিতরণ করেছিল ।