চট্টগ্রাম প্রতিনিধিঃ বাঁশখালী থানার এস.আই(নিঃ) আকতার হোসাইন ও এস. আই(নিঃ)নাজমুল হক সহ সঙ্গীয় ফোর্স অদ্য ১৩/০১/২০২১খ্রি: তারিখে ১৫.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিওিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউপিস্হ বাশখালী টু পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে রাস্তার উপর থেকে ২০০০(দুহাজার)পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী আফসার (২৯), পিতাঃজবেদ আলী,সাং- দরগাহ পাড়া,নীলা ইউপি,থানাঃ টেকনাফ,জেলাঃকক্সবাজারকে গ্রেফতার করা হয়।
একই টিম সহ পৃথক অভিযানে একই স্হান হইতে ১৭.২৫ ঘটিকায় ৫৬০০(পাঁচ হাজার ছয়শত)পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী
১.জুবায়ের(৩৫) পিতাঃ মৃত মোহাম্মদ কালু,সাং- ফজু পাড়া,৩ নং ওয়ার্ড,থানা- সাতকানিয়া,জেলা- চট্রগ্রাম. ২.আঃ সক্কুর(২৫) পিতাঃ মৃত আঃ জব্বার,সাং- লেদা,পশ্চিম পাড়া,দক্ষিণ নীলা ৬ নং ওয়ার্ড,থানাঃ টেকনাফ,জেলাঃকক্সবাজারদ্বয়কে গ্রেফতার করা হয়।
উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।