কবিতা
আমি চাই তুমি ঘুমিয়া যাও!
নিরবে আয়েশের বিছানায়!
অতিব নিরবতায় নিস্তব্ধে!
পরম আদর সোহাগের মঞ্জিরে!
জোঁনাকির আলো বিকিরণ করুক!
তোমার ময়ুরমঙ্খি মোলায়েম পালঙ্কে!
জড়িয়ে নিক রাতের আঁধার তোমার!
দেহবাশেষ মধুর মোলায়েম আবেশে!
তোমার বাস্তব স্বপনে খেলা করুক!
হাজারো চাঁদ সেতারা দল বেঁধে!
তোমাকে অভিন্দন জ্ঞ্যাপন করুক!
চাঁদের নমনীয় মৃদু আলোকরশ্মী!
ঘোর কেটে যাক অশুভ হাতছানির!
যার পরশে তুমি ছিলে ভয়ার্ত দগ্ধ!
সিদ্ধ করুনা বর্ষিত হোক ঐ সুরতের!
লালিমা ময় লাস্যময়ী রুপের বদনে!
আমি চাই তুমি সুখি হও!
মহা আনন্দে নিদ্রা যাপন করো!
আমি আছি তোমার পাহারায়!
ঠায় দাঁড়িয়ে তোমার দুয়ারে!
তোমার কিসের ভয় কিসের সংঙ্কা!
তুমি দেখবেই দেখবে সোনালী প্রভাত!
বাজিবে তোমার জীবনে মহাসুখের!
সেই স্রুতি মধুর সাজসাজরবে সোনালী ডংকা!
সে অপেক্ষায় তোমার প্রহরায়!
কনকনে শীতে শাল জড়িয়ে !
আমি একা নিঝুম রাত্রিতে !
শত কষ্টে এসেছি তোমার সুখ কিনতে!