বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ বদলগাছীর কোলা ইউনিয়নের এক দল তরুণ সমাজ কোলা আদর্শ কেজি স্কুলের সামনে “মানবতার দেয়াল” নামে একটি দেয়াল প্রতিষ্ঠা করেছে।যেখানে লেখা আছে আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কারোর প্রয়োজন। এই শীতকালে গরীব দুঃখি ও মেহনতি মানুষের পাশে পোষাক নিয়ে এগিয়ে এসেছে এই যুব সমাজ।শীতের শুরুতে এই মানবতার দেয়াল প্রতিষ্ঠিত হওয়ায় গরিব মানুষ কিছুটা সুবিধা পাবে বলে আসা করছে সাধারণ মানুষ।
যুব সমাজের এই কাজটি এলাকার জ্ঞানী ব্যক্তিরা কল্যাণমূলক ও মহান কাজ বলে অভিহিত করছেন।মানবতার দেয়াল প্রতিষ্ঠায় অপরিসীম পরিশ্রম করেছে কোলা এলাকার বিভিন্ন গ্রামের যুবকরা এদের মধ্যে মোঃএলাহী হোসেন,মোঃ মাসুদ পারভেজ,মোঃ মোস্তাকিম হোসেন (ঝন্টু), মোঃ মোহান হোসেন, মোঃ মেহেদী হাসান,মোঃজাকির হোসেন, মোঃসাদ্দাম হোসেন, মোঃনাজমুল হুদা, মোঃ নাহিদ হোসেন, মোঃ হাসান আলী।এই শীতে কোলা ইউপির যেকোন ব্যক্তি গরিব দুঃখির সেবায় এগিয়ে আসতে পারেন তাদের অব্যবহৃত পোষাক দান করে।
যুব সমাজ সকলের উদ্দেশ্য বলেন আমরা এগিয়ে এসেছি আপনি ও গরিব দুঃখির সেবায় এগিয়ে আসুন।এই গরিব দুঃখি আপনার অথবা আমার যেকারোর আত্মীয় স্বজন হতে পারে।এই গরিব মানুষ থাকবে কষ্টে আর আমরা থাকবো মহা সুখে এটা তো মানবতা হতে পারে না। তারা আরো বলেন এই দেয়াল প্রতিষ্ঠা হওয়ায় যদি এলাকার গরিব মানুষ সেবা পায় তবে তাদের উদ্দেশ্য সফল হবে।