নিজস্ব প্রতিনিধিঃ যশোর সদরের ৮নং দেয়াড়া মডেল ইউনিয়নের ফরিদপুর পুরাতন বাজার আজহারুল ইসলাম মার্কেট সংলগ্ন মরহুম আজহারুল ইসলাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি রোজ শুক্রবার সন্ধা ৬.৩০ মিনিটে এই খেলার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জনাবা নুরজাহান ইসলাম নীরা (যশোর সদর উপজেলা চেয়ারম্যান) এবং বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন (বিপুল), যশোর সদর উপজেলার ভাইসচেয়ারম্যান।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজিবুল আলম (যুবলীগের অন্যতম নেতা, যশোর জেলা যুবলীগ), রেজওয়ান হোসেন মিঠুন (যুগ্ন আহবায়ক, যশোর শহর ছাত্রলীগ), গোলাম মোস্তফা (ইউপি সদস্য, চুরামনকাঠি ইউনিয়ন, যশোর সদরের দেয়াড়া মডেল ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি প্রভাষক মোঃ লিয়াকত আলী, দেয়াড়া ইউনিয়নের যুবলীগের আহবায়ক জাফর ইকবল, যুগ্ন আহবায়ক মোফাজ্জেল হোসেন মোফা, আক্তারুল কবির মিলন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ সহ এলাকার নেতাকর্মীসহ অন্যন্ন ব্যাক্তিবর্গ।
এই খেলাটি সভাপতিত্ব করেন স্বাধীন বার্তা২৪ এর নির্বাহী সম্পাদক ও সাবেক ইউপি সদস্য, মরহুম আজহারুল ইসলাম এর ছোট ছেলে মোঃ শরিফুল ইসলাম (স্বপন)। এখানে মোট ২৪ দলের ৩দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রথম পুরস্কার (বড় ছাগল) এবং দ্বিতীয় পুরস্কার (ছোট ছাগল) প্রদান করা হয়। এখানে চ্যাম্পিয়ান হয়েছেন জেলা মাগুরা এবং রানার্সআপ হয়েছে যশোর সদরের ভেকুটিয়া। এসময় মরহুম আজহারুল ইসলাম স্মৃতি সংসদ এর পক্ষ থেকে একটি ক্রেস প্রদান করা হয় মরহুম আজহারুল ইসলাম এর ছোট ছেলে মোঃ শরিফুল ইসলাম (স্বপন) কে।