ষ্টাফ রিপোটারঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামে বেহাল রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করছে এলাকার নারী, পুরুষ ও যুবসমাজ।
বিষয়টি নজরে আসলে ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাকর্মীগণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার হতে ওই গ্রামের তেলিপাড়া তিন রাস্তার মোড় হতে পশ্চিম পরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় ৩ কিলোমিটার বেহাল রাস্তা মেরামতে উদ্যোগ নেন এলাকাবাসি। ইতিমধ্যে ২ কিলোমিটার রাস্তা মেরামত করা হয়েছে।
বিশেষ করে স্থানীয় যুবসমাজ আলাল মন্ডল, উজ্জল মিয়া, জলিল মিয়া এবং সাইফুল ইসলামসহ অনেকে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে সাড়া জাগালে এলাকাবাসি এগিয়ে আসে। স্থানীয় আলাল মন্ডল জানান, দীর্ঘ ৫ বছরে ইউপি চেয়ারম্যান এবং সদস্যগণ রাস্তা মেরামতে কোন প্রকার উদ্যোগ না নেয়ায় এলাকার কাঁচা রাস্তাসমুহ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। যানবাহানসহ পথচারীদেরকে ঝুঁকি নিয়ে চলাচর করতে হয়, সে কারণে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসিকে সাথে নিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করেছি।
আজ বুধবার ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন বর্তমানে ইউনিয়ন পরিষদে কাবিখা ও টিআর প্রকল্পের কাজ নেই বললে চলে। কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট মেরামত করতে হয়। সে কারণে চাহিদা অনুয়ায়ী মেরামত করা সম্ভব হয় না। শান্তিরাম ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি শরিফুল ইসলাম শাহিন আজ বুধবার স্বেচ্ছাশ্রমে মোরামতকৃত রাস্তা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
বিষয়টি অত্র ইউনিয়নে ব্যাপক সাড়া জাগিয়েছে।